বীরভূমের সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগার ও রামরঞ্জন পৌরভবনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে পালিত হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের প্রাচীনতম বিবেকানন্দ গ্রন্থাগার ও রামরঞ্জন পৌর ভবনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস ২৫-২৬ আগস্ট দু’দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হল। ২৫ আগস্ট প্রথম দিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন বীরভূমের জেলা সমাহর্তা তথা গ্রন্থাগার পরিচালনা সমিতির সভাপতি বিধান রায়। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনী বেরা, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ মহারাজ, চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায় প্রমুখ। সারস্বত সমাজের মানুষজনের উপস্থিতিতে দর্শক আসন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে মুখকথা পরিবেশন করেন গ্রন্থাগার পরিচালনা সমিতির সম্পাদক তথা শিক্ষক সোমেশ্বর বড়াল। এদিন উপস্থিত বিভিন্ন বক্তার বক্তব্য অনুষ্ঠাটিকে ঋদ্ধ করে তোলে। এই প্রতিষ্ঠা দিবসে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় বীরভূমের গর্ব পদ্মশ্রী রতন কাহার, কল্যাণ দাস ও রবীন্দ্রনাথ দাস এই তিন ব্যক্তিত্বকে। দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিউড়ি শহরের শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *