শম্ভুনাথ সেনঃ
গোটা রাজ্য তথা দেশজুড়ে যখন কলকাতা আর জি কর কান্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ক’দিন ধরে লাগাতার বিক্ষোভ মিছিলে ব্যস্ত, আজ ২৭শে আগস্ট নবান্ন অভিযানে প্রতিবাদে গর্জে উঠেছে ছাত্র সমাজ, তেমন সময়ে আজ বীরভূমের ইলামবাজার ব্লকে বিজেপি ছেড়ে ১০০ টি পরিবার তৃণমূলে যোগদান করল। এলাকার সাহেবডাঙ্গা ১৩৮ নাম্বার বুথের ১০০ টি পরিবার স্বেচ্ছায় তৃণমূলের ঝাণ্ডা হাতে নিয়ে আজ এলাকায় মিছিল করে। তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে বিজেপি করার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিজেপি তাদের অভাব পূরণে ব্যর্থ, সেই পরিস্থিতির কথা চিন্তা করে আজ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বলে তাদের দাবি। মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আগামী দিনে পথ চলার শপথ নেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মূর্মু তিনি জানান, বিজেপি সমর্থক একশটি পরিবার আজ স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করে। দীর্ঘ ১৫ বছর ধরে বিজেপি করায় সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে।