শম্ভুনাথ সেনঃ
আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের জেরে বীরভূমের ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা আজ ৩০ আগষ্ট অবস্থান বিক্ষোভে সামিল হয়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ তথা রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রতিবাদী মিছিল, অবস্থান বিক্ষোভ প্রতিনিয়ত চলছে। এই ঘটনায় রাজ্যজুড়ে এখন বেসামাল পরিস্থিতি।
বীরভূমের ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে এদিন ছাত্র-ছাত্রী সহ সামিল হয় সাধারণ মানুষজন। এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে দোষীদের ফাঁসির দাবিতে ছাত্র-ছাত্রীরা শ্লোগান তোলেন। স্থানীয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় তিনি এই নৃশংস খুন ও ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের কাছে বক্তব্য তুলে ধরেন। অন্যদিকে বীরভূমের মুরারইতে কবি নজরুল মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা এদিন বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। কলেজের গেটের সামনেই আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি ও ফাঁসির দাবিতে স্লোগান তোলে ছাত্র-ছাত্রীরা।