শম্ভুনাথ সেনঃ
ভাগ্যের খেলা! লটারি পেয়ে রাতারাতি মজুর হয়ে গেল কোটিপতি। কোটি টাকা জেতা লটারি টিকিট হাতে নিয়ে পুলিশী নিরাপত্তা চেয়ে হাজির হলো বীরভূমের মারগ্রাম থানায়। উল্লেখ্য, বীরভূমের মারগ্রাম থানার শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা সাইদুল সেখ গত ২৭ আগস্ট কাজ করতে গিয়েছিল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। আর সেখান মাত্র ৩০ টাকার লটারি টিকিট কেটে হয়ে গেল কোটিপতি। সেখানকার কাটা টিকিটে কোটি টাকার প্রাইজ লাগে সাইদুলের। জেতা টিকিট নিয়ে চলে যায় স্থানীয় মারগ্রাম থানায়। কোটিপতি হয়ে জমি ক্রয় ও ব্যাঙ্কে ব্যালেন্স এবং মেয়ের বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তিনি। বীরভূমের মাড়গ্রাম থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাইদুল সেখ। পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন ভিনজেলায়। সেখানে লটারি টিকিট কাটে চলতি মাসের ২৭ তারিখ। টিকিটটি কাটার পর বাড়ি চলে এসেছিলেন। এখানে এসে তিনি দেখেন যে তার টিকিটে এক কোটি টাকার প্রাইজ পড়েছে। দেখার সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা। এরপর তিনি গতকাল মাড়গ্রাম থানায় দ্বারস্থ হন টিকিট নিয়ে।