শম্ভুনাথ সেনঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা এবং সাবধানতার বার্তা দিতে আজ পথে নামে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খুদে পড়ুয়ারাও। গ্রামের পাড়ায় পাড়ায় ডেঙ্গু সতর্কতার স্লোগান তুলে একটি পদযাত্রা সারা গ্রাম পরিক্রমা করে। উল্লেখ্য, এডিস মশার কামড়ের ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মানুষ। সাধারণত বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার উপদ্রব বাড়ে। বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, জমা জল ফেলে দেওয়া, দিনে ও রাতে ঘুমানোর সময় মশারির ব্যবহার, মশার প্রজনন স্থল ধ্বংস করার স্লোগান তুলে এদিন গ্রামের সাধারণ মানুষকে সাবধান, সচেতন ও সতর্ক করা হয়। উল্লেখ্য, ডেঙ্গু ভাইরাস ছড়ায় এডিস মশা। এরা সাধারণত দিনের বেলায় কামড়ায়। এই মশার কামড়ে জ্বর হলে নানা ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়। ক্ষুধা ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, ক্লান্তি, বমি বমি ভাব, গুরুতর জয়েন্ট ও পেশিব্যথা, এছাড়াও মাড়ি এবং নাক থেকে রক্তপাত হয়। পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে বক্তব্য তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই।