বিশ্বভারতীতে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক বিনয় কুমার সরেন

শম্ভুনাথ সেনঃ

বিশ্বভারতীতে আজ ৩১ আগষ্ট নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন পল্লী শিক্ষাভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার সরেন৷ বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অরবিন্দ মণ্ডল তাঁর হাতে আজ দায়িত্ব ভার তুলে দেন। এই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিত্ব উপাচার্য পদে আসীন হলেন ৷ উল্লেখ্য, এই বিশ্বভারতীতে ২০২৩ সালের ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে অবসর নেন। তারপর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়েই বিশ্বভারতী চলছে। এই নিয়ে তৃতীয়বারের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য বদল হল বিশ্বভারতীতে৷ উল্লেখ্য, বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তী ২০১৮ সালে যোগদান করেন ৷ তাঁর ৫ বছরের মেয়াদ শেষে বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের 3(6) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন তৎকালীন কর্মসমিতির সদস্য তথা কলাভবনের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক। গত ২৯ মে তাঁর মেয়াদ শেষ হয়ে গেলে ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী বর্ষীয়ান কর্মসমিতির সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অধ্যাপক অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হন৷ এবার তাঁরও মেয়াদ শেষ৷ তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী শিক্ষাভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় কুমার সরেন৷ এই মুহূর্তে তিনিই বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য৷ গতকাল ৩০ আগষ্ট এই মর্মে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো স্বাক্ষর যুক্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়। স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিদায় নেবার পর বিশ্বভারতীতে এই নিয়ে তৃতীয়বার উপাচার্য বদল হল ৷ স্থায়ী উপাচার্য পদে কে, কবে বিশ্বভারতীর দায়িত্ব নেবেন সেই অপেক্ষায় দিন গুনছেন বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক থেকে আধিকারিক কর্মীবৃন্দ সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *