বীরভূমের ইলামবাজার থানার পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার থানার পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি জানান, বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল চুরির যাওয়ার অভিযোগ ইলামবাজার থানায় নথিভুক্ত হয়। উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতার সঙ্গে মোবাইল উদ্ধারের কাজে নামে পুলিশ। চুরি যাওয়া ২০ টি মোবাইল প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয়। আজ ৩১ আগষ্ট উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় তাদের মোবাইল ফোন। এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় ফোন ব্যবহারকারীদের অতি সাবধানতার সঙ্গে মোবাইল ব্যবহার করা এবং ফোন চুরি বা হারিয়ে গেলে যথাশীঘ্র প্রশাসনের কাছে এসে অভিযোগ জানানোর পরামর্শ দেন। উল্লেখ্য, এখন মোবাইল চুরি গেলে ceir.gov.in ভারত সরকারের টেলিকম দপ্তরের এই ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানো যায়। এদিন চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে মালিকরা খুশি ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *