সেখ রিয়াজুদ্দিনঃ
তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুযায়ী আর জি কর ঘটনার প্রেক্ষিতে এবং ২৭ আগস্ট বিজেপি প্রভাবিত ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। ৩০ আগস্ট প্রতিটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। ৩১ আগস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ। ১ সেপ্টেম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেই হিসেবে ১ সেপ্টেম্বর রবিবার সমগ্র রাজ্যের পাশাপাশি খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় খয়রাসোল ব্লক অফিসের সন্নিকটে। মা বোনেদের সম্মান, আমাদের সকলের সম্মান। দোষীদের ফাঁসি চাই। রাম বাম শ্যাম এর চক্রান্ত বন্ধ হোক ইত্যাদি দাবির প্রেক্ষিতেই এদিন খয়রাসোল ব্লক অফিসের সামনে অস্থায়ী মঞ্চের মধ্যে অবস্থান বিক্ষোভ দেখান। এদিনের অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর। এছাড়াও ছিলেন খয়রাসোল ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, সহ সভানেত্রী কেনিজ রাশেদ, রুনু সিংহ প্রমুখ।