বীরভূমেও উদযাপিত হল “পুলিশ দিবস”

শম্ভুনাথ সেনঃ

এরাজ্যে পয়লা সেপ্টেম্বর দিনটি “পুলিশ দিবস” হিসেবে চিহ্নিত। সামাজিক সুরক্ষায় পুলিশের অবদানকে সম্মাননা জ্ঞাপন, সেইসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধনের লক্ষ্যেই পশ্চিমবঙ্গে নানা অনুষ্ঠানের মধ্যে দিনটি উদযাপিত হচ্ছে। বীরভূমেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপনের খবর পাওয়া গেছে। ভিশনলাইফ হিউম্যান রাইটস ফাউন্ডেশন দুবরাজপুর শাখা আজ দুবরাজপুর থানায় গিয়ে এই দিনটি উদযাপন করে। দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তপাই বিশ্বাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের হাতে পুষ্পস্তবক ও স্মারক সম্মাননা তুলে দিয়ে পুলিশের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি সৈয়দ নাসার, সভাপতি সুরেশ কবিরাজ, সংগঠন সেক্রেটারি অনুপম রুজ, সদস্য স্বপন মুখার্জি প্রমুখ।

অন্যদিকে বীরভূমের মুরারইতে পুলিশ দিবস উপলক্ষে মুরারই থানার পুলিশের পক্ষ থেকে স্থানীয় মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে ফল মিষ্টি বিতরণ করা হয়। থানায় যেসব সিভিক ভলেন্টিয়ার সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার সঙ্গে ভালো কাজ করছে তাদের উৎসাহ দানে মুরারই থানা কর্তৃপক্ষ দিনটিকে স্মরণীয় করতে আজ পুরস্কার প্রদান করে। পুরস্কার তুলে দেন মুরারই থানার ওসি সাকিব সাহেব,পুলিশ আধিকারিক উত্তম ঘোষ প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *