
শম্ভুনাথ সেনঃ
কলকাতা আর.জি.কর মেডিকেল হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন দেশজুড়ে তোলপাড় অবস্থা,তেমন সময়ে এক নার্সের শ্লীতাহানির অভিযোগ উঠল বীরভূমে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালে ভর্তি হওয়া অভিযুক্ত রোগী সেখ আব্বাসউদ্দীনকে। ঘটনাটি ঘটেছে গতকাল ৩১ শে আগষ্ট রাত্রিতে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।পেট ব্যাথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ছোটচক গ্রামের বাসিন্দা সেখ আব্বাসউদ্দিন (৩২) নামে ঐ যুবক এই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়।সঙ্গে ছিলেন তার পরিবারের আত্মীয় পরিজনেরা। ইমারর্জেন্সি বিভাগে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় মহিলা কর্তব্যরত ঐ নার্সকে ওই রোগী গায়ে হাত দেয়। অশালীন গালাগালি সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ এনেছেন স্বয়ং ওই স্বাস্থ্যকর্মী। এই ঘটনা সামনে আসতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন ইলামবাজার থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে সেখ আব্বাসউদ্দিন কে গ্রেপ্তার করে ইলামবাজার থানার পুলিশ। এদিকে আজ ১ লা সেপ্টেম্বর সকালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তার দাবিতে ইলামবাজার থানায় বিক্ষোভ দেখান। সেই সঙ্গে একটি লিখিত স্মারকলিপি থানায় জমা দেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএম ও এইচ জানান আমাদের সব বিভাগই চালু রয়েছে তবে স্বাস্থ্য কর্মী কর্মীদের নিরাপত্তার যে অভাবে রয়েছে তা স্বীকার করেছেন। সেই দাবিতে থানায় স্মারকলিপি জমা জমা দিতে গিয়েছেন বলে তিনি জানান।
