সেখ রিয়াজুদ্দিনঃ
গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রুটিন মাফিক জেলার বিভিন্ন থানার উদ্যোগে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। জেলার ব্লাড ব্যাংক গুলিতে বিভিন্ন সময়ে বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে শোনা যায় রক্ত ঘাটতির কথা। তাই জেলার মধ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা বা ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগেও ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন প্রান্তে থানায় থানায় আয়োজন করে চলেছেন রক্তদান শিবির। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে করোনা পরিস্থিতির প্রাক্কাল থেকে অন্যান্য সামাজিক কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করে চলেছেন উৎসর্গ নামক প্রকল্পের মাধ্যমে। অনুরূপ ভাবে শনিবার জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন কাঁকরতলা থানার ওসি সামিম খান সহ অন্যান্য পুলিশ, সিভিক ও সাধারণ মানুষ সহ মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডি.এস.পি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মন্ডল, কাঁকরতলা থানার ওসি সামিম খান, পিএসআই অনিমেষ মন্ডল, বীরভূম জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক কাঞ্চন অধিকারী, শিক্ষক আব্দুর রহমান, মৃনালকান্তি ঘোষ, সেখ জয়নাল, উজ্জ্বল কাদেরি, কেনিজ রাসেদ, কাঁকরতলা থানার পুলিশ ও সিভিক কর্মী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন থানার পক্ষ থেকে সকল রক্তদাতাদের একটি করে শংসাপত্র প্রদান করা হয়। বীরভূম জেলা পুলিশ ও কাঁকরতলা থানার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।