বিশ্বপরিবেশ দিবসে সবুজায়নের বার্তা দিলেন জেলাশাসক

দীপককুমার দাসঃ

আজ রবিবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। নানা কারণে বিশ্বের পরিবেশ আজ কলুষিত। বাড়ছে বিশ্বের তাপমাত্রা। গ্লোবাল ওয়ার্মিং প্রভাব ফেলেছে আমাদের পরিবেশে। বায়ু, জল, মাটি ক্রমশঃ দূষিত হয়ে চলেছে। তাই বিশ্বের পরিবেশকে বাঁচাতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা ও পদক্ষেপ। রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিউড়ি সার্কিট হাউসে বীরভূমের জেলাশাসক বিধান রায় কয়েকটি বৃক্ষরোপন করেন। তিনি বলেন, গাছের কি প্রয়োজনীয়তা তার নতুন করে বলার দরকার নেই। আজ বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতা বৃদ্ধি করতে প্রতীকি হিসাবে গাছ লাগালাম। বিশ্ব উষ্ণায়ণ থেকে মুক্তি পাবার জন্য আমাদের গাছ লাগানো প্রয়োজন। সবুজের আস্তরণ মত যত করতে পারবো আমাদের পৃথিবীকে, তত আমরা সবাই একসাথে ভালো থাকতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *