সমাজ সেবায় পথপ্রদর্শক এর দশ বছর

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সাঁইথিয়ায় একদল তরুণ প্রাণ যুবক এক দশক আগে পথপ্রদর্শক নামে গড়ে তুলেছিল সমাজসেবী সংগঠন। আপদে বিপদে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে গড়ে ওঠা এই সংগঠন দশ বছরে পদার্পণ করে শিক্ষক দিবসে সাঁইথিয়া সরস্বতীতলায় ঘোষণা করল দশম বার্ষিক উৎসবের। মুড়াডিহি কলোনী থেকে এদিন এক সুসজ্জিত মোটর বাইক র‍্যালি ভারতমাতার ট্যাবলো সহ সরস্বতীতলায় প্রবেশ করে। সেখানে সংগঠনের অভিভাবক মানস সিনহা, সমাজসেবী মহম্মদ ইউনুস প্রমুখ দশ বছরে পথপ্রদর্শকের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এরপর আগামী ২৯ সেপ্টেম্বর সরস্বতীতলা প্রাঙ্গণে যে সমাজসেবামূলক অনুষ্ঠান হবে তার পোস্টার উন্মোচন করেন বিজয়কুমার দাস। সংগঠনের পক্ষে ঘোষণা করা হল, ঐ বার্ষিক অনুষ্ঠানে দু:স্থ, কৃতী ছেলেমেয়েদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে।
উল্লেখ করা যেতে পারে, দশ বছর ধরে সমাজসেবার ব্রতে ব্রতী থেকে অসুস্থ, অসহায়, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে রক্তের জোগান দেওয়ার পরিষেবা দিয়ে যাচ্ছে এই সংগঠন। করোনার দিনগুলিতে করোনা আক্রান্ত মানুষ ও পরিবারের পাশে দাঁড়িয়ে ১১৯ দিন একটানা পরিষেবা দিয়েছে পথপ্রদর্শকের তরুণ যুবার দল। সংগঠনের পক্ষে ঘোষণা করা হল, এভাবেই আগামীতেও তারা আর্ত অসহায় মানুষের পাশে থাকবে।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পক্ষে প্রীতম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *