
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এলাকায় জাল লটারির ব্যবসা চলছে রমরমিয়ে। ফের তিনজন জাল লটারি বিক্রেতা ধরা পড়লো পুলিশের জালে।গতকাল ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের গুসকুরা গ্রাম থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে মুরারই থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাল লটারি বিক্রি করার জন্য এদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আশরাফ আলী, আজাদ আলী এবং রাকেশ সর্দার এই তিনজনকে জাল লটারি বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তিনজনেরই বাড়ি গুসকুরা গ্রামে। আজ ৭ সেপ্টেম্বর তাদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম