শম্ভুনাথ সেনঃ
কলকাতা আর.জি.কর হাসপাতালে তরুণী চিকিৎসকের পাশবিক ঘটনার প্রতিবাদে বিচার না পাওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি নিয়েছে বিজেপি। আজ এই নৃশংস ঘটনার প্রতিবাদে বীরভূমের বিভিন্ন রাস্তায় “চাক্কা জ্যাম” কর্মসূচিতে সামিল হয় বিজেপি নেতৃত্ব। প্রদেশ বিজেপির নির্দেশ অনুযায়ী আজ ৬ সেপ্টেম্বর দুপুরে দু’ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়।সেই অনুযায়ী বীরভূমের বিজেপি নেতৃত্ব জেলার ১৯ টি ব্লকের ৩৯ টি মণ্ডলের বিজেপি কর্মীরা রাস্তায় মোড়ে মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। আজ সিউড়িতে জাতীয় সড়কের উপর, দুবরাজপুর থানা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে, হেতমপুর মেন রাস্তা জেলার এমন বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মীরা রাস্তায় ব’সে পড়ে বিক্ষোভ দেখায়। এর আগে বিজেপির তরফে জেলায় থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিল। দিনের পর দিন ধর্ষিত হচ্ছে বাংলার নারীরা। রাজ্য সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের বিচারের দাবিতে এদিন সিউড়ি ১৪ নাম্বার জাতীয় সড়কে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব।
সাঁইথিয়া বিধানসভার দেরিয়াপুর অঞ্চলের বাগডোলা মোড়ে “চাক্কা জ্যাম” কর্মসূচি কোষাধ্যক্ষ উদয়শঙ্কর ব্যানার্জির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সাঁইথিয়া মন্ডল (৩) এর উদ্যোগে মহম্মদবাজার বাসস্ট্যান্ডে “চাক্কা জ্যাম” কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা সহ জেলা ও মণ্ডলের একাধিক নেতৃত্ব।
দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের পাঁচড়া অঞ্চলে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ স্থানীয় মণ্ডলের একাধিক কর্মকর্তারা। সিউড়ী মণ্ডল (৪) উদ্যোগে রাজনগর রাস্তার উপর নগরী মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচিতে শামিল হয় বিজেপির দলীয় কর্মীরা। ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে চাক্কা জ্যামতে সামিল হয় জেলা সম্পাদক টুটুন নন্দী মণ্ডলের করুণাময় মুখার্জি সহ আরো দলীয় কর্মী সমর্থকরা।