বীরভূমের মুরারই কবি নজরুল কলেজে পরীক্ষার সময় তৃণমূলের সভায় মাইক বাজানোর অভিযোগ

শম্ভুনাথ সেনঃ

স্বয়ং মন্ত্রীর চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ আনেন এলাকার অভিভাবকরা। অভিযোগ পরীক্ষা চলাকালীন কলেজের অদূরে তারস্বরে মাইক বাজিয়ে রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে তৃনমূল কংগ্রেসের আজ ৭ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়। মাইকের আওয়াজে চরম অসুবিধায় পরে পরীক্ষার্থীরা। ঘটনাটি বীরভূমের মুরারইতে। উল্লেখ্য, বীরভূমের মুরারই কবি নজরুল কলেজে স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ছিল আজ। বেলা দশটা থেকে সেই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন একই সময়ে কবি নজরুল কলেজে সামনের মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সভা। এই সভায় উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই সভার জন্য ওই এলাকার প্রচুর মাইক লাগানো হয়। সেই মাইকের তীব্র আওয়াজ পৌঁছে যায় কলেজের পরীক্ষাকেন্দ্রের হলে। তাতে চরম অসুবিধায় পড়ে পরীক্ষার্থীরা। মন্ত্রী অবশ্য পরীক্ষার্থীদের এই অসুবিধার কথা স্বীকারও করেন। পরে এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে অবশ্য রাস্তার মাইকগুলি খুলে নেওয়া হয় বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *