শম্ভুনাথ সেনঃ
কলকাতা আর জি কর মেডিকেল কলেজে কর্মরত তরুণী চিকিৎসকের প্রয়াণের আজ ৩০ দিন। গত ৯ আগষ্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উদ্ধার হয় ঐ মহিলা চিকিৎসকের মৃতদেহ। সেই ঘটনার আজ এক মাস পূর্ণ হল। সেই দিনটির কথা মাথায় রেখে আজ ৮ সেপ্টেম্বর বীরভূমের তীর্থভূমি তারাপীঠ মন্দিরে মা তারার কাছে হোম-যজ্ঞের আয়োজন করা হয়। একদিকে মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা অন্যদিকে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির নিমিত্তে এদিন তারাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ হোমযজ্ঞ। আজ বেলা দেড়টা নাগাদ মা তারার মন্দিরের গর্ভগৃহের সামনে এই হোমযজ্ঞ শুরু হয়। এদিনের এই বিশেষ হোমযজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা ও পুরুষেরা। হোমযজ্ঞে সামিল হন তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীরাও। আয়োজকদের দাবী, তারাপীঠ সিদ্ধপীঠ। এখানে মা তারা অধিষ্ঠাত্রী দেবী। তারাপীঠ মহাশ্মশানে শবদাহ করে আত্মার শান্তি কামনা করেন মৃতদের পরিবারের লোকজন। আমরা বিশ্বাস করি মা তারার স্মরণাপন্ন হলে আত্মার শান্তি মেলে। তাই আজ আমরা মা তারার কাছে আমাদের মেয়ের আত্মার শান্তি কামনা করেছি। এবং যারা আমাদের মেয়েকে ধর্ষন করে খুন করেছে তাদের বিনাশ চেয়ে প্রার্থনা করেছি। এ কথা জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম রামপুরহাটের বাসিন্দা রশ্মি দে।