সেখ রিয়াজুদ্দিনঃ
আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সংগঠনকে আরো মজবুত ও দলের মধ্যে ফাঁকফোকর মেরে কর্মীদের মধ্যে একতাবদ্ধ হয়ে পথ চলার লক্ষ্যে শুরু হয়েছে বুথ ভিত্তিক অঞ্চল সম্মেলন। রবিবার খয়রাসোল ব্লকের রুপুষপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় অঞ্চল সম্মেলন। প্রতিটি বুথ থেকে ৬০ জন পুরুষ ও ৪০ জন মহিলা থাকার কথা, সেই মোতাবেক রুপুষপুর অঞ্চলের মোট ১৪ টি বুথের বুথ সভাপতি সহ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব সভাপতি দেবব্রত সাহা, জেলা এসসি এসটি সেলের সভাপতি নবগোপাল বাউরি, শিক্ষক উজ্জ্বল কাদেরি, দুবরাজপুর পৌরসভা পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আব্দুর রহমান, ব্লক সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব সেখ জয়নাল, কাঞ্চন দে, রুপুষপুর অঞ্চল সভাপতি শঙ্কর গঁড়াই সহ অন্যান্য জেলা, ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সম্মেলনে উপস্থিত বীরভূম জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী একান্ত সাক্ষাৎকারে আজকের সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানালেন।