সন্তোষ পালঃ
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আজ জেলার বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। মহম্মদ বাজার ব্লকের ফুল গেরিয়া গ্রামের ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টারে তথা ডি আরসিএসসির উদ্যোগেও পালিত হলো দিনটি। একটি পদযাত্রার মাধ্যমে মানুষকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে সচেতন করা হয় পাশাপশি লিফলেট বিলি করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার সদস্যা সুভদ্রা বাগ্দী। আলোচনায় অংশ নেন সংস্থার পক্ষ থেকে সুকুমার বাহাদুর, সুপ্রিয় ব্যানার্জি, অমিত দত্তসহ অন্যান্যরা। দলের সভানেত্রীরা আলাপ আলোচনায় অংশ নেন। দিনটি সামনে রেখে শিশু, মেহগনি, মহুয়া, সেগুন, হরিতকিসহ নানান গাছের চারা রোপন করা হয়। স্থানীয় পুল্লাইপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা কুইজ, আবৃত্তিতে অংশগ্রহণ করে।আদিবাসী নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং কথায় অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে।