শম্ভুনাথ সেনঃ
বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষিকা। পাঁচটি ক্লাসে পড়ুয়ার সংখ্যা ৮৫ জন। সাত মাস ধরে এই বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক মাত্র একজন। তবে অন্য বিদ্যালয় থেকে একজন শিক্ষক পাঠানো হয়েছে। শিক্ষকের অভাবে পঠন পাঠন শিকেয় উঠেছে ।তাই শিক্ষক নিয়োগের দাবিতে ১৩ সেপ্টেম্বর স্কুলের গেটে তালা মেরে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হয় স্কুল পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরা। ছাত্র-ছাত্রীদের হাতে ছিল প্ল্যাকার্ড। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই অবরোধ। উল্লেখ্য, এই বিদ্যালয়টি বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের ইন্দ্রডাঙ্গা গ্রামে “ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। তাদের দাবি এই প্রাথমিক বিদ্যালয়ে যথাশীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। একজন শিক্ষক অথচ স্কুলের নানা কাজের কারণে পড়াশুনা ঠিকঠাক হচ্ছে না। অভিভাবকরা জানিয়েছেন এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা সিংহ জানান স্কুলে পাঁচটি ক্লাসে ৮৫ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক আমি একাই, অন্য একজন শিক্ষক পাশের গ্রামের স্কুল থেকে আসেন। শিক্ষকের অভাবে ছাত্রদের পড়াশুনা ঠিকঠাক হচ্ছে না একথা তিনি স্বীকার করেন। শিক্ষক নিয়োগের জন্য অভিভাবকদের আবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে বলে তিনি জানান। এদিনের অবরোধের খবর ছড়িয়ে পড়তেই প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষক নিয়োগ এখন বন্ধ রয়েছে, নিয়োগ চালু হলেই যথাশীঘ্র এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে।