বীরভূমের সিউড়ি সাহিত্য পরিষদ হলে অনুষ্ঠিত হলো “বীরভূম জেলা কবিতা কার্ণিভাল”

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা জুড়ে মাঠে-ঘাটে সাদা কাশফুল জানান দিচ্ছে পুজো আসছে। আর তার আগেই এই শরতের এক বর্ষণমুখর বিকেলে আজ ১৪ সেপ্টেম্বর সদর সিউড়িতে অনুষ্ঠিত হলো “বীরভূম জেলা কবিতা কার্ণিভাল”। বীরভূম সাহিত্য পরিষদ হলে বিকেলে নির্দিষ্ট সূচি অনুযায়ী শুরু হয় এই কবিতা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন বীরভূম সাহিত্য পরিষদের সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিকুমার মুখোপাধ্যায়। গৌরবময় অতিথিরূপে মঞ্চে ছিলেন সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার, সহ-সভাপতি তথা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায় প্রমুখ। শিল্পী অনুপম চক্রবর্তীর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুখকথা পরিবেশন করেন কবি সৌমিত বসু। তিনি তাঁর বক্তব্যে বলেন, সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এই কবিতা কার্ণিভাল। এর আগে নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ অন্যান্য জেলায় অনুষ্ঠিত হয়েছে। এদিন বীরভূমে ৬ নাম্বার কার্ণিভাল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সারা রাজ্যের কবিদের কবিতা লেখায় যেমন উৎসাহিত করা, তেমনি কবিদের এক সূত্রে বাঁধার জন্য এই প্রয়াস বলে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। এদিন বিভিন্ন প্রান্তের আমন্ত্রিত কবি,আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হলঘর পরিপূর্ণ ছিল সাহিত্যপ্রেমী শ্রোতাদের ভিড়ে। কবিতা পাঠে অংশ নেন কবি প্রবীর দাস, সরোজ কর্মকার, তাপস চট্টরাজ, বিমল সোম, সংঘমিত্রা সরকার কবিরাজ, মলয় ঘোষ, রেইনি চৌধুরী, আবৃত্তি শিল্পী বামদেব মুখোপাধ্যায় প্রমুখ। এই কবিতা উৎসবের মূল ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ড. তপন গোস্বামী, রুপালি ভট্টাচার্য, অরিন্দম চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিত বসু ও ইন্দ্রজিৎ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *