জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নবী দিবস পালন

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের খয়রাশোলে নবীদিবস উদযাপন—-

আরবি ক্যালেন্ডার অনুসারে ১২ ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস। সমগ্র বিশ্বে দিনটি নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। সেরূপ অন্যান্য স্থানের ন্যায় লোকপুর থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রাম গুলিতেও সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালনের খবর পাওয়া যায়। ট্যাবলো, ব্যানার, নিশান এবং নাত গজল পড়ে ও বিশ্ব নবীর শান্তির বাণী সম্বলিত শ্লোগানের মাধ্যমে পদযাত্রা বের হয় বুধপুর, আলিয়ট, খন্নি সহ বিভিন্ন স্থানে। উল্লেখ্য প্রতি বছর যে লোকপুর থানা এলাকার সমস্ত গ্রামের জৌলুস একত্রিত হয়ে খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েত হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর সেরূপ জৌলুস বের হয়নি। তবে গ্রাম ভিত্তিক ছোট ছোট আকারে জৌলুস বের হয় বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় সেরূপ চিত্র দেখা যায়।অনুরূপ কাঁকরতলা থানার বড়রা গ্রামের ডাঙ্গালপাড়ায় জৌলুস বের হয় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে। সেখানে উপস্থিত ছিলেন জামিয়া গৌসিয়া আসরফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা হাসমত আলী, ডাঙ্গালপাড়া মসজিদের পেশ ইমাম মৌলানা হাফিজ কামরুদ্দীন সহ অন্যান্য আলেম উলেমাগন। অন্যদিকে খন্নি মাদ্রাসা আহলে সুন্নাত শাহ তাজ ওলুমের পড়ুয়াদের জৌলুস বের হয়ে স্থানীয় মাজার শরীফ জিয়ারত এবং দোয়া খায়ের করা হয় বিশ্ব শান্তির লক্ষ্যে। আজকের দিনের তাৎপর্য সহ বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করার কথা একান্ত সাক্ষাৎকারে জানান মৌলানা মহম্মদ আমিরুদ্দিন রেজা কাদরী।

বীরভূমের মুরারইতে নবীদিবস উদযাপন—-

বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া সাল্লামের ১৬ সেপ্টেম্বর আবির্ভাব দিবস সারা দেশের সঙ্গে বীরভূম জেলা জুড়ে মহাসমারোহে উদযাপিত হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় বিশ্বপ্রভুর কাছে বিশ্বশান্তির কামনায় সমবেত প্রার্থনা জানান। উল্লেখ্য, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদের জন্মদিনটি ফতেহা -দোয়াজ-দাহাম নামে পরিচিত। ফতেহা কথাটির অর্থ হল প্রার্থনা। আজ এই বিশেষ দিনটি মিলাদুন্নবী উপলক্ষে বীরভূমের মুরারই বাজারে বিরাট ধর্মীয় পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় মিলিত হন হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ। মুরারই নতুন বাজার মোড়ে এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ফল, মিহিদানা, মিষ্টি ও খেজুর শরবতের ব্যবস্থা করা হয়। আজকের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের মৌলানা বশির সাহেব, মৌলানা তাসির সাহেব, বিশিষ্ট সমাজসেবী আলী মুর্তজা খান সহ বহু ধর্মপ্রাণ মানুষ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *