শম্ভুনাথ সেনঃ
তিন দিনের একটানা বৃষ্টিতে বহু ক্ষয়ক্ষতি খবর মিলছে বীরভূমে। গতকাল রাত্রি ৮ টা নাগাদ নিজের বাড়িতে নাতিকে নিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছিলেন দিদিমা মালতি মাল (৫০)। সে সময় আচমকায় মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের উপর। অল্পের জন্য নাতি বেঁচে গেলও শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয় দিদিমা মালতি মালের। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার বাউরী পাড়ায়। এই দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মালতি মালকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার শারীরিক অবনতি হলে মালতি মালকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ভোরের দিকে মালতির মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এমন মর্মান্তিক ঘটনায় ইলামবাজার ব্লক প্রশাসনের পক্ষ পরিবারকে সহায়তা দান করে। ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের পক্ষ থেকে মৃত মালতি মালের পরিবারের হাতে চাল, ত্রিপল, শাড়ি, লুঙ্গি ইত্যাদি তুলে দেওয়া হয়।