শম্ভুনাথ সেনঃ
যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে বীরভূমের অন্যতম বড় শিল্পাঞ্চল বক্রেশ্বর তাপবিদ্যুৎ উপনগরী। জন্ম লগ্ন থেকে এখানে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজা। এদিন নিয়ন্ত্রণ সরিয়ে সাধারণ মানুষকেও দেওয়া হয় প্রবেশের অনুমতি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ডিপার্টমেন্টে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এবার ১৪ টি বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কোল হ্যান্ডেলিং প্লান্ট অপারেশনের এক আধিকারিক বাপাই সরকার।
উল্লেখ্য, গতকালই ১৬ সেপ্টেম্বর এই পুজোর উদ্বোধন করেন তাপ বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখোপাধ্যায়। আজ পূজার দিন তাপবিদ্যুৎ উপনগরী ছিল উৎসবে মাতোয়ারা। কোল হ্যান্ডেলিং প্ল্যান অপারেশন তাদের উদ্যোগে আজ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্যাণ্ডেলে ছিল আলাদা উন্মাদনা। সন্নিহিত গ্রামের অন্তত ৩০০০ মানুষ দুপুরে প্রসাদ গ্রহণে অংশগ্রহণ করেন। বছরভর কলকারখানার শব্দে গমগম করে শিল্পাঞ্চল। আজও তাপবিদ্যুৎ প্ল্যান্ট চলছে একই নিয়মে। ৩৬৫ দিন এর কোনো বিরাম নেই। কিন্তু বিশ্বকর্মা পুজোকে ঘিরে বছরভর অপেক্ষায় থাকেন আধিকারিক, কন্ট্রাক্টার, কর্মী থেকে এলাকার সাধারণ মানুষজন। বিকেল থেকেই তাপবিদ্যুৎ উপনগরীর বিশ্বকর্মা পূজায় প্যান্ডেলে প্যান্ডেলে ঢল নেমেছে মানুষের। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল প্রতিমা নিরঞ্জন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম।