শম্ভুনাথ সেনঃ
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বীরভূমের এক পরিযায়ী শ্রমিক খুন হয়েছে এমন খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সোমনাথ দেবনাথ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার তেজহাটি এলাকার পানিটা গ্রামে। মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাড়ি থানা এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে থানে জেলার কপুরবাড়ি থানার পুলিশ। সোমনাথ দেবনাথের পরিবার সূত্রে জানা গেছে,বছর দেড়েক আগে মহারাষ্ট্রে কাজ করতে যান বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামের ওই যুবক। দু’মাস আগেই তিনি একবার বাড়ি ফিরেছিলেন। পরে ফের আবার কর্মস্থলেই ফিরে যান। গত ১৪ সেপ্টেম্বর রাত এগারো নাগাদ তার মায়ের সঙ্গে মোবাইলে কথাও বলেন সোমনাথ দেবনাথ। এ তথ্য জানান দেবনাথের ভাই সুকান্ত দেবনাথ। গতকাল ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তারা মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাড়ি থানার পুলিশের কাছ থেকে মোবাইলে সোমনাথ দেবনাথের খুন হওয়ার খবর জানতে পারেন। তার ভাই সুকান্ত দেবনাথ জানান, দাদাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা কি ভাবে খুন করেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তারা জানতে পেরেছে ধর থেকে মুণ্ডু কেটে আলাদা করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তবে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এই খবর বীরভূমের নলহাটি থানাতেও জানানো হয়েছে। মৃতদেহ শনাক্ত করা এবং বীরভূমের বাড়িতে আনার জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছেন পরিবারের লোকজনেরা।