শম্ভুনাথ সেনঃ
ধানের জমিতে বৃষ্টির প্রয়োজন ছিল। তবে ১৪-১৬ সেপ্টেম্বর তিন দিন ধরে একটানা অতি বৃষ্টির কারণে বীরভূমের চাষীদের মাথায় হাত। তিনদিনের ভারী বৃষ্টিপাত অন্যদিকে ঝাড়খন্ড থেকে জল ছাড়ায় বিপদসীমার উপর দিয়ে বয়ছে অজয় নদ। জেলায় নানান ক্ষয়ক্ষতির মাঝে অতিবৃষ্টির কারণে বেশ কিছু চাষীর মাথায় হাত। বীরভূমের জয়দেব কেন্দুলী এলাকার অজয়ের তীরবর্তী চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায়। চাষীদের মন মুখ ও শুকনো। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জয়দেব কেন্দুলির সন্তোষপুর গ্রাম এলাকায়।সেখানে ধান পোঁতা জমি নদীগর্ভে চলে গেছে। ক্ষতি হয়েছে ঝিঙে, লঙ্কা, কপি এমন সব সবজি ফসলের। অত্যধিক জলের তোড়ে নদী পাড় ভাঙ্গনের ফলে সরকারি সাবমারসিবল এমনকি বিদ্যুতের খুঁটিও নদীগর্ভে তলিয়ে গেছে। বিপাকে পড়েছেন এলাকার চাষীরা। সে কথায় জানিয়েছেন সন্তোষপুর গ্রামের এক প্রান্তিক চাষী, মনিমোহন বিশ্বাস। গ্রাম তীরবর্তী নদী পাড় বাঁধানোর দাবি জানিয়েছেন তারা।