
দীপককুমার দাসঃ
মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো ফিউশন গার্লস নৃত্যদলের বার্ষিক অনুষ্ঠান। ধ্বনিল আহ্বান গানের সঙ্গে সমবেত নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নৃত্যের মাধ্যমে নারী শক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এদিন মোট ২৯টি নাচে অংশ নেয় ফিউশন গার্লসের বিভিন্ন বয়সের নৃত্য শিল্পীরা।

এই প্রতিষ্ঠানের কর্ণধার তুহিনা দত্ত বিষ্ণুর নৃত্যপরিচালনায় রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, ধ্রুপদী নৃত্য, প্রাদেশিক নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পীরা। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাদু গানের শিল্পী রতন কাহার, বিশিষ্ট লেখক, সঞ্চালক সন্দীপন রায়, সঙ্গীত শিল্পী মানবী সরকার, গীটারিস্ট মিতুন ভট্টাচার্য, চিত্রশিল্পী সন্দীপ গঁড়াই প্রমুখ। ফিউশন গার্লসের কর্ণধার তুহিনা দত্ত বিষ্ণু জানান, প্রতি বছরের মতো এবারও ফিউশন গার্লসের বার্ষিক অনুষ্ঠান হলো। এদিন মোট ১০০জন ২৯টি নাচে অংশ নেয়। এদিন এই অনুষ্ঠান দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন ।