বীরভূমের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে নানা অভিযোগে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

ডাক্তারি পরীক্ষায় নম্বর বাড়িয়ে অনার্স পাইয়ে দেওয়া, হাসপাতালের ভিতর থ্রেট কালচার এমন বিভিন্ন অভিযোগে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল, ডিন সহ বিভিন্ন আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। ঘটনাটি আজ ১৯ সেপ্টেম্বর বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের বেশী নম্বর পাইয়ে বিভিন্ন বিষয়ে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে। আবার বেশী নম্বর প্রাপকদের নম্বর কমিয়ে দিয়ে অনার্স পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। সিন্ডিকেট গড়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই ধরনের কাজ করা হয়েছে।

যারা এই কাজে জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবীতে আজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল, ডিন সহ বেশ কয়েকজন আধিকারিককে ঘিরে রেখে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। এ তথ্য জানিয়েছেন হাসপাতালে জুনিয়র চিকিৎসক শাহবাজ শেখ, ফিরোজ আলম। হাসপাতালের অধ্যক্ষ ডাঃ করবি বড়াল জানিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা এ বিষয়ে আগেও দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাদেরই হাতেই। তবে হাসপাতালের ভিতর থ্রেট কালচার যাতে বন্ধ হয় সে বিষয়ে তিনি পড়ুয়াদের আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *