শম্ভুনাথ সেনঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব দোড়গোড়ায়। মাঠে-ঘাটে চারিদিকে কাশফুল জানান দিচ্ছে মা আনন্দময়ীর আগমন বার্তা। প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। এবারও পশ্চিমবঙ্গ সরকার দুর্গোৎসব পূজা কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে পূজা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আজ ২০ সেপ্টেম্বর বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত ৪৬ টি দুর্গাপূজা কমিটিকে পূজা অনুদানের চেক প্রদান করা হয়। সদাইপুর থানার উদ্যোগে এদিন বক্রেশ্বর সোনাঝুরি কমিউনিটি হলে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো-উদ্যেক্তাদের হাতে চেক তুলে দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়া সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, সিআই সাহেব, দুবরাজপুর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি স্বপন মণ্ডল, এলাকার বিশিষ্ট সমাজসেবী রত্নাকর মণ্ডল, সিউড়ি ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সহ এলাকার বিশিষ্ট শুভানুধ্যায়ীরা। এদিন পুজো উদ্যোক্তারা এই পুজো অনুদানের চেক পেয়ে বিশেষ আনন্দ ব্যক্ত করেন।
ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম।