
শম্ভুনাথ সেনঃ
বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন ঝাড়খণ্ড ও বাংলা সীমানা এলাকা সিল করে দেওয়া হবে। তারপরই সিল করে দেওয়া হলো বাংলা-ঝাড়খণ্ড সীমানার সবকটি রাস্তা। আজ ২০ সেপ্টেম্বর সকাল থেকেই রামপুরহাট-দুমকা রাস্তায় সুঁড়িচুয়া গ্রামের কাছে রাস্তায় গার্ডরেল দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয় রামপুরহাট থানার পুলিশ। ফলে ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে পড়েছে শ’য়ে শ’য়ে পণ্য বোঝাই লরি। তবে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলেও যাত্রীবাহী যানবাহন চলাচলে কোন বাধা দেওয়া হয়নি।
