শম্ভুনাথ সেনঃ
জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। এমন খুশির খবর তৃণমূল কর্মীদের কাছে পৌঁছাতেই বীরভূম জেলা তৃণমূল কর্মীরা এক অন্য আনন্দে মেতে উঠেছে। উল্লেখ্য, সিবিআইয়ের গরু পাচার মামলায় আগেই জামিন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এরপর আজ ইডির মামলাতেও দিল্লির রাউস এভিনিউ আদালত জামিন দিল অনুব্রত মণ্ডল কে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বণ্ডে এদিন জামিন দেওয়া হয়েছে বলে খবর। পুজোর আগেই অনুব্রত মণ্ডলের জামিনের খবরে স্বাভাবিকভাবেই অনুব্রত অনুগামীরা যথেষ্টই উচ্ছ্বাসিত। বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলের মুক্তির আনন্দে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেন। মিষ্টিমুখ করেন সিউড়ি জেলা আদালতের তৃণমূল পন্থী আইনজীবীরা। অনুব্রত মণ্ডলের জামিনের খবরে জেলার মুরারইতে তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। যদিও জেলা নেতৃত্ব যথেষ্ট সংযতভাবে পথ চলার আহ্বান জানিয়েছেন কর্মীদের। অনুব্রতর মুক্তিতে দল যথেষ্টই খুশি তবে এখনি কোনরকম আনন্দ উৎসবে মাততে রাজি নন তাঁরা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন পুজোর আগে এই খবর প্রত্যাশিত ছিল। গত বছর মুখ্যমন্ত্রী এক কর্মী সম্মেলনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বীরভূম জেলার নেতৃত্বকে বলেছিলেন অনুব্রত মণ্ডলকে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এ নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, অনুব্রত জামিন পাবে প্রত্যাশিত ছিল।য়দলের আরো যারা জেলে রয়েছেন এক এক করে তারাও জামিন পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।