শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীতে অজয় নদের উপর দুই জেলার সংযোগকারী স্থায়ী সেতু নির্মাণের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন। কিন্তু যতদিন পর্যন্ত এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত অজয় নদের উপর কেন্দুলীর এই অস্থায়ী ফেরিঘাটি যান চলাচলের একমাত্র ভরসা। উল্লেখ্য, তিন দিনের একটানা বর্ষণ সেইসঙ্গে ঝাড়খণ্ডের ছাড়া জলে বীরভূমের জয়দেব কেন্দুলির অজয় নদের ফেরিঘাট ছিল জলের তলায়। তবে জল কমতেই প্রশাসনের তৎপরতায় ও ফেরিঘাট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জেসিবি দিয়ে পুনরায় ফেরিঘাটের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, দৈনন্দিন বীরভূম থেকে কয়েক হাজার মানুষ রুটি-রুজি ও অন্যান্য কাজে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে যায়। অন্যদিকে এই ফেরিঘাট দিয়ে ই পশ্চিম বর্ধমানের মানুষ আসেন বীরভূমে। এই ফেরিঘাট ভেঙে যাওয়ায় বেশ ক’দিন সাধারণ মানুষজন দুর্ভোগের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসনের তৎপরতায় এই ফেরিঘাট মেরামতের কাজ শুরু হতেই দুই পাড়ের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্র ছাত্রী সকলেই খুশি ব্যক্ত করেছেন।