শম্ভুনাথ সেনঃ
গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থানার সুরিচুয়া পুলিশ চেকপোষ্ট সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালায় বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে একটি ওয়ান সাটার বন্দুক উদ্ধার হয়। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সুরিচুয়া পুলিশ চেকপোষ্ট এর কাছে একটি বাড়িতে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র কেনাবেচার ব্যবসা চালাচ্ছে। খবর পেয়েই রামপুরহাট থানার পুলিশ ২১ সেপ্টেম্বর রাত্রে ঐ ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। একটি বন্দুক সহ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে বন্দুকের বৈধ নথিপত্র দেখতে চাইলে কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম জয় শংকর প্রসাদ (৫৯)। তার বাড়ি বিহারের মুঙ্গের জেলার কাশিমবাজার এলাকায়। সুরিচুয়া মোড় এর কাছে প্রবীণ কুমার শর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে সে রমরমিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসা চালাচ্ছিল। পুলিশ জয় শংকর প্রসাদ কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালায়। এই ব্যবসা কবে থেকে করছে, কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।