সেখ রিয়াজুদ্দিনঃ
আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই দূর্গা পূজার প্যান্ডেল, প্রতিমা সহ সমস্ত কিছু সরঞ্জাম তৈরির পথে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দূর্গা পূজা কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। সেই প্রেক্ষিতে কমিটি গুলো আরো উজ্জীবিত হয়ে ওঠে এবং নানান ধরনের পরিকল্পনা ও গ্রহণ করেন বলে জানা যায়। সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে। সেরূপ রবিবার লোকপুর থানার সভাকক্ষে এলাকার ২৯ টি দুর্গাপূজা কমিটির হাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সরকারি যে সমস্ত বিধি নিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয়। প্রশাসনিকভাবে জানানো হয় ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মদ খেয়ে কেউ যেন মাতলামি না করে তা তদারকি করা। প্রতিটা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করা।সেই সাথে দমকল বিভাগ, ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগের ছাড়পত্র নেওয়া। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। তার যেন ভালো হয়। সংযোগ ক্ষেত্রটি নীচে যেন না থাকে না হলে দূর্ঘটনা ঘটতে পারে।শোভাযাত্রার ক্ষেত্রে রাস্তা যেন আগের রুট অনুযায়ী হয়।সেইসাথে সময় মোতাবেক বিসর্জন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মৃণাল কান্তি ঘোষ, শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরী, কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।