শম্ভুনাথ সেনঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, হাতে আর দু’সপ্তাহ বাকি। প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো প্যান্ডেলের কাজ চলছেও জোর কদমে। সরকারি ঘোষণা মতোই সার্বজনীন পুজো কমিটিগুলিকে পুজো অনুদান দেওয়া শুরু হয়েছে। বীরভূমের মুরারই থানার পক্ষ থেকে আজ ২৫ সেপ্টেম্বর মুরারই এক নম্বর ব্লকের ৯০ টি পূজা কমিটিকে সরকারি পুজো অনুদান ৮৫ হাজার টাকা করে চেক প্রদান করা হলো। তাদের মধ্যে মহিলা পরিচালিত পূজা কমিটি রয়েছে একটি। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহেব, এলাকার বিশিষ্ট সমাজসেবী বিনয় কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রদীপ কুমার ভকত সহ বিশিষ্টজনেরা। পুজো উদ্যোক্তারা অন্যবারের থেকে আগেই পুজোর চেক পেয়ে খুশি ব্যক্ত করেন। এদিকে এ জেলার দুবরাজপুর থানায় আজ এলাকার ১০টি গ্রাম পঞ্চায়েতের পূজা উদ্যোক্তাদের চেক বিতরণ করা হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম