শম্ভুনাথ সেনঃ
আজ ২৪ সেপ্টেম্বর বেলা দশটা নাগাদ অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে বীরভূমে বোলপুরের বাড়িতে ফিরেছেন। সঙ্গে ছিলেন কন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় দীর্ঘদিন তিনি এই জেলে বন্দী ছিলেন। এদিন সকাল থেকেই তার বোলপুর বাড়ি নীচুপটি এলাকায় দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।আর এই একই দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাম্প্রতিক বন্যা বিধ্বস্ত বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক সহ জেলার সাংবাদিকরা। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আমি দিদিকে ভালোবাসি ও দিদিও আমাকে ভালোবাসেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সাংবাদিকরা অনুব্রত মণ্ডলের কথা তুলতেই তিনি এটা প্রশাসনিক বৈঠক বলে এড়িয়ে যান। এদিন তার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকার হতে পারে বলে একাংশ মনে করেছিলেন। তবে তার বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক হলেও অনুব্রত মণ্ডল ছিলেন ব্রাত্য। উল্লেখ্য এখনও পর্যন্ত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেই রয়েছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই কলকাতা ফিরে যান।এর পর তিনি কি নির্দেশ দেবেন, সে দিকে তাকিয়ে রয়েছে জেলা ও রাজ্যের রাজনৈতিক মহল।