
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আজ ২৫ সেপ্টেম্বর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বীরভূম জেলা সমাহর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

লোক শিল্পীদের পরিচয় পত্র ও ভাতা প্রদানে সরলিকরণ, বিভিন্ন লোক শিল্পীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা, লোকো শিল্পী দলগুলিকে সরকারি লোকপ্রসার প্রকল্পে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া, সরকারি বাসে ও ট্রেনে শিল্পীদের বিনা খরচে যাতায়াত এমন ১২ দফা দাবি নিয়ে আজ স্মারকলিপি জমা দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এইসব শিল্পীরা জেলা সদরে জমায়েত হন। পশ্চিমবঙ্গ আদিবাসী লোক শিল্পী সংঘ এদিন সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান বীরভূম জেলা কমিটির সভাপতি শীতল বাউরী।
