শম্ভুনাথ সেনঃ
সড়ক রাস্তা, নাকি ডোবা বোঝা দায়! রাস্তার বেহাল দশা নিয়ে এলাকার মানুষের ভোগান্তি চরমে। তাই রাস্তার জলে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন এলাকার যুব সমাজ। বীরভূমের মুরারই ব্লকের শহর হাসপাতাল রোডের এমনই অবস্থা। মুরারই বেগুন মোড় থেকে টানা দুই কিলোমিটার থানাখন্দে ভর্তি। বড় বড় গর্তে জল জমে ডোবাতে পরিণত হয়েছে। এলাকার মানুষ রাস্তার সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দরবার করেছেন। কিন্তু স্থানীয় নেতা থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা নীরব। ক’দিনের বৃষ্টিতে রাস্তায় জমা জলের উপর দিয়ে চলছে যানবাহন থেকে পথচারীরা। অথচ স্থানীয় পানিয়ারা, বাহাদুরপুর, গোপালপুর, কনকপুর এমন ১৫-২০ টি গ্রামের মানুষজন, ছাত্র-ছাত্রী সহ ঝাড়খণ্ডের বালিয়াড়া যাবার পথচারীদের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। আসলে রাস্তার দুপাশে কোন ড্রেন নেই। রাস্তা দুদিক উঁচু থাকার ফলে রাস্তায় পিচ টিকছে না বলে স্থানীয় মানুষজনদের অভিযোগ। তবে মুরারই এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী জানিয়েছেন রাস্তাটি মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলেই রাস্তাটি সংস্কার হয়ে যাবে বলে তিনি জানান।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম