মুখ্যমন্ত্রীর আশ্বাসের ২ দিনের মধ্যেই চালু হল জয়দেব কেন্দুলী থেকে কলকাতা যাবার সরকারি বাস: তবে পরিষেবা চালু থাকবে কিনা প্রশ্ন চিহ্ন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বৈষ্ণবভূমি জয়দেব কেন্দুলী থেকে কলকাতা যাবার সরকারি বাস ২৬ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। এই খবরে খুশি পর্যটক থেকে ব্যবসাদার সহ এলাকার সাধারণ মানুষ। তবে এই পরিষেবা টিকে থাকবে কি-না সে নিয়ে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে! উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বোলপুরে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বন্ধ বাস পরিষেবা পুনরায় চালু করার আবেদন জানান জয়দেব কেন্দুলীর ভূমিপুত্র এক প্রবীণ সাংবাদিক অনাদি চক্রবর্তী। সেই প্রশাসনিক বৈঠকের পর জয়দেব থেকে কলকাতা বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। এই বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ফের বাস পরিষেবা চালু করার। আর এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সেই বাস পরিষেবা চালু হয়।
সকাল ৫.২০ মিঃ সিউড়ি থেকে এই বাস ছাড়ার পর দুবরাজপুর হয়ে ভায়া জয়দেব কেন্দুলি থেকে কলকাতা গামী সরকারি বাস পরিষেবা চালু হলেও যাত্রী অভাবে এই বাসটি তিন দিনই কলকাতা পৌঁছায়নি। সিউড়ি বাস ডিপোর ইনচার্জ সূত্রে এ খবর পাওয়া গেছে। বাসটি ইলামবাজার থেকে ফিরে আসে সিউড়িতে। উল্লেখ্য, জয়দেব মোড় থেকে জয়দেব কেন্দুলী পর্যন্ত রাস্তাটির কাজ চলছে পুরোদমে। তাই ওই পথ এখন বন্ধ রয়েছে। ঘুর পথে বাসটি জয়দেবে পৌঁছাতে যেমন দেরি হচ্ছে তেমনি কেন্দুলীর ফেরিঘাট বন্ধ থাকায় ওইপারের মানুষজন এখন জয়দেবের আসতে পারছেন না। নানা কারণে জয়দেব থেকে কলকাতা যাবার কোনো যাত্রী নেই। তাই এই বাস চালানো যাবে কিনা সে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *