শম্ভুনাথ সেনঃ
নারী সুরক্ষায় মহিলা পুলিশ দ্বারা পরিচালিত বীরভূমের সদর সিউড়ির পুলিশ লাইনে আজ ২৮ সেপ্টেম্বর পিংক মোবাইল পরিষেবার উদ্বোধন হলো। ফিতে কেটে উদ্বোধন করেন বীরভূম জেলা আদালতের বিচারপতি আরতি শর্মা রায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর এই তিনটি মহকুমার জন্য তিনটি পিংক মোবাইল ভ্যান পরিষেবার উদ্বোধন হয় এদিন।
পিংক মোবাইল আসলে মহিলাদের নিরাপত্তা দিতে মহিলা পুলিশ দ্বারা পরিচালিত একটি মোবাইল ভ্যান। মহিলাদের নিরাপত্তা দিতে ১১২ ডায়াল করলে পৌঁছে যাবে এই মোবাইল ভ্যান। মূলত নারী সুরক্ষা থেকে শুরু করে নারী সহযোগিতার জন্য এই পরিষেবা দেওয়া হবে। ইতিমধ্যে মহিলা পুলিশদের নিয়ে জেলায় উইনার্স টিম গঠিত হয়েছে। বর্তমানে জেলায় ৩০ জন মহিলা পুলিশ এই টিমে কাজ করছেন। আগামী দিনে আরও ৪৪ জনকে এই টিমে নিয়োগ করা হবে। সেই উইনার্স টিমের সহযোগী হিসেবে এই পিংক মোবাইল পরিষেবা আপাতত জেলার তিনটি মহকুমা শহরে কাজ করলেও পরে জেলার ছ’টি পুরশহরেও এই পিংক মোবাইল পরিষেবা চালু হবে। সাংবাদিকদের মুখোমুখি একথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।
ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি বীরভূম।