রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি পুজো উদ্বোধন: তালিকায় বীরভূমের ইলামবাজার বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব

শম্ভুনাথ সেনঃ

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হলো। মাতৃ আরাধনায় সেজে উঠেছে গোটা বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে ভার্চুয়ালি পূজোর উদ্বোধন করেন আজ। প্রতিটি জেলায় ১৫টি করে পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় বীরভূম জেলার ইলামবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বজনীন দুর্গোৎসবের আজ ২ রা অক্টোবর উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠান জায়েন্ট স্কিনের মাধ্যমে সরাসরি দেখানো হয় ইলামবাজার পূজা মণ্ডপে। এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে সাধারণ মানুষজন। উৎসাহ ও উদ্দীপনায় সেজে ওঠে পূজামণ্ডপ। উপস্থিত ছিলেন বোলপুর এসডিপিও, ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত, সি আই তন্ময় ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণি সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু , ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও এই ইলামবাজার বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *