শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিনের দাবী পূরণ হল। মহালয়ার পুণ্যলগ্নে পয়লা অক্টোবর বীরভূম জেলার দুবরাজপুরে অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হল। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দূরসঞ্চার পদ্ধতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের এই দুবরাজপুর অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, এই কেন্দ্রটি গড়ে উঠেছে দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। অন্তত ৪ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে দুবরাজপুরে অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্র নির্মিত হয়েছে। এখানে দমকলের দুটি ইঞ্জিন থাকবে এবং ফায়ার স্টেশন ইনচার্জ সহ কয়েকজন দমকল কর্মী থাকবেন বলে জানান দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার। উল্লেখ্য, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই দমকল কেন্দ্রের শিলান্যাস করেছিলেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, সদর মহকুমা শাসক সুপ্রতীক সিং, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার এবং দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন এলাকার মানুষজন।বীরভূমের সিউড়ি, বোলপুর রামপুরহাট, সাঁইথিয়া ফায়ার স্টেশনের তালিকায় সংযুক্তি হল দুবরাজপুর দমকল কেন্দ্র। এই অগ্নি নির্বাপণ কেন্দ্রের উদ্বোধন হওয়ায় দুবরাজপুর সহ রাজনগর, খয়রাশোল, লোকপুর, কাঁকড়তলা এলাকার মানুষজন উপকৃত হবেন।