নম্বর প্লেট বিহীন অবৈধ বালি ভর্তি দুটি ট্রাক্টর আটক সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সরকারি ভাবে নিষিদ্ধ। এতদসত্ত্বেও একশ্রেণীর বালি পাচারকারী রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি পাচার করে চলেছে।জেলা পুলিশের নজরদারির ফলে অনেক গাড়িও আটক হয়েছে। সেই সাথে অনেকাংশে চালক, খালাসিদের ও গ্রেফতার করা হয়। সেরূপ মঙ্গলবার রাতে সদাইপুর থানার পুলিশ পেট্রোলিং ডিউটি করার সময় নম্বর প্লেট বিহীন দুটি অবৈধ বালি ভর্তি ট্রাকটার আটক করে। জানা যায় স্থানীয় থানা এলাকার উপর দিয়ে যাওয়া রানীগঞ্জ-মোড় গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর চিনপাই বাইপাস সংলগ্ন তাপাসপুর মোড়ে ট্রাকটার দুটি আটক করা হয়। যদিও দূর থেকে পুলিশ গাড়ি দেখা মাত্র ট্রাকটার দুটি ছেড়ে চালকরা গা ঢাকা দেয়। পুলিশ সূত্রে জানা যায় অজয় নদী থেকে অবৈধভাবে বালি গাড়িতে ভর্তি করে সদাইপুর থানা এলাকার মধ্য দিয়ে পাচারের উদ্দেশ্যেই রওনা হয়েছিল। চালকবিহীন অবস্থায় পড়ে থাকা বালি ভর্তি ট্রাক্টর দুটি পুলিশ সদাইপুর থানায় নিয়ে আসে। এরপর নম্বর প্লেট না থাকায় গাড়ির চেচিস ও ইঞ্জিন নাম্বার ধরে গাড়ির মালিকসহ পাচারকারীদের সন্ধান করা হচ্ছে ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *