
দীপককুমার দাসঃ
মহালয়ার দিন ভোর রাতে চোরদের ধাওয়া করতে গিয়ে খুন হতে হলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃ বাজার থানার সোঁতশালে। মৃত ঐ যুবকের নাম মণিরুদ্দিন মন্ডল ওরফে শান্তি মন্ডল (২৪)। জানা গেছে রাত তিনটা নাগাদ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ ভেঙে চুরি করছিল চোরের দল। মণিরুদ্দিনের বাড়ি দীঘলগ্রাম হলেও সোঁতশালে পেট্রোল পাম্পের পাশেই থাকতেন। চোরেদের চুরি করতে দেখে চিৎকার শুরু করেন।চোরেদের পিছু ধাওয়া করতে থাকেন। পেট্রোল পাম্পের পিছনে মাঠের মধ্যে মণিরুদ্দিনকে ঘিরে ধরে পেটে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় মাঠেই লুটিয়ে পড়ে মণিরুদ্দিন। এই সুযোগে চোরের দল চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে মহঃ বাজার থানার পুলিশ। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় সোঁতশাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।