শম্ভুনাথ সেনঃ
শারদোৎসব দোরগোড়ায়। ২ অক্টোবর বীরভূমের মল্লারপুরে “উন্মনা” সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হল।অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকা সম্পাদক ভারতী ধর। উন্মনার কর্নধার শরদিন্দু ধরের প্রয়ানের পর এটিই প্রথম পত্রিকা প্রকাশ। তাই অনুষ্ঠানের প্রথমে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। ১৭২ পাতার এই পত্রিকায় ১২০ জনের লেখা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, নাটক, ছবি প্রকাশিত হয়েছে। প্রখ্যাত শিশু সাহিত্যিক হেমেন্দু শেখর জানা’র গল্প, সুদর্শন মুখোটির কমিকস এবং কচি কাঁচাদের লেখায় ছোটদের বিভাগটি বেশ আকর্ষণীয়। পূর্ণ প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পী দেবশ্রী ধর।গল্প ও কবিতার প্রাসঙ্গিক ছবি এঁকেছেন শিক্ষক তুহিন শুভ্র ব্যানার্জী। শরদিন্দু স্মরণ শারদ সংখ্যা প্রকাশের পাশাপাশি এদিন সারাদিন ধরে সাহিত্য সভা অনুষ্ঠিত হয় মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে। এই সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক দেবীপ্রসাদ ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন পুরুলিয়ার কবি ও সাংবাদিক বিভু মুখোপাধ্যায়। অতিথিদের মধ্যে ছিলেন কবি ও প্রাবন্ধিক রাজেন্দ্র সাহু, সিউড়ি সাহিত্য পরিষদের পক্ষে সাহিত্যিক নিতাইপ্রসাদ ঘোষ, বোলপুরের কবি প্রদীপ কবিরাজ, মল্লারপুরের শিক্ষক ও কবি আয়ুব হোসেন, সাগরদিঘির কবি আব্দুল হাদি, রামপুরহাটের সাহিত্যিক তরুণ দত্ত সহ আরো নবীন ও প্রবীণ কবি, সাহিত্যিকরা। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক তানজিলাল সিদ্দিকি। এই অনুষ্ঠানেই এদিন রাজেন্দ্র সাহুর প্রবন্ধের বই প্রকাশিত হয়। শারদীয়া উৎসবকে কেন্দ্র করে আশ্রমের পক্ষ থেকে করা হয় বস্ত্র বিতরণ। এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক তথা আশ্রমের কর্ণধার সুকান্ত মণ্ডল।