শম্ভুনাথ সেনঃ
ফের গাঁজা উদ্ধার বীরভূমের বোলপুরে। পুজোর মুখে কিছু অসাধু ব্যবসায়ী এই ব্যবসা চালাচ্ছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল। এবার হাতে নাতে প্রমাণ মিলল অভিযোগের সত্যতা। গাঁজা পাচার ও কারবারের যেন করিডর হয়ে উঠেছে বোলপুর৷ পৃথক ঘটনায় সব মিলিয়ে এই ক’দিনে ২৩৫ কেজি গাঁজা উদ্ধার করল বোলপুর থানার পুলিশ৷ সোমবার রাতেই বিবেকানন্দ পল্লীর একটি বাড়ি থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে পৃথক ২ টি ঘটনায় একটি চার চাকা গাড়ি আটক করে ১৪৫ কেজি গাঁজা এবং দ্বিতীয় ঘটনায় একটি বাড়িতে হানা দিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুজোর মুখেই ফের ১৭০ কেজি গাঁজা উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথম ঘটনায় একটি চার চাকা গাড়ি আটক করে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ দ্বিতীয় ঘটনায় একটি বাড়িতে হানা দিয়ে ফের ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক ওই গাড়িটি আটক করা হয়। সেই গাড়িতে প্যাকেট প্যাকেট গাঁজা বোঝাই করা ছিল৷ তবে পুলিশ গাড়ি আটক করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তদন্ত করে পুলিশ জানতে পারে গাড়ির নম্বর প্লেটও ভুয়ো ৷ পুলিশের প্রাথমিক অনুমান হুগলি থেকে বোলপুরে আসছিল এই বিপুল পরিমাণ গাঁজা।