শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে পথের কুকুরদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নিয়েছে ব্লকের প্রাণিসম্পদ বিভাগ। পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের হাত থেকে নিষ্কৃতি পেতে ৩ অক্টোবর জনবহুল এলাকায় পথ কুকুরদের অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হয়। মুরারই ব্লকের প্রাণিসম্পদ বিভাগের কর্মীদের একটি টিম স্টেশন চত্ত্বর, জনবহুল এলাকা, ব্যবসাকেন্দ্র সহ যেখানে বেশি পথকুকুর দেখা যায় সেই সব এলাকায় গিয়ে কুকুরদের এই vaccine দেওয়া হয়েছে বলে মুরারই এক নম্বর ব্লক প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক চিকিৎসক অচিন্ত্য মহান্তি জানিয়েছেন।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম