
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজরাজেশ্বরী সর্বজনীন দুর্গামন্দিরে ১৭ তম শারদ উৎসবের উদ্বোধন হলো। বীরভূম সাংসদ শতাব্দী রায় মহালয়ার পূণ্যলগ্নে ২ অক্টোবর বিকেলে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুবরাজপুর সুরেশ নৃত্যকলার আগমনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ-পুর প্রধান মির্জা সওকত আলী, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, কাউন্সিলার মানিক মুখোপাধ্যায়, সাগর কুণ্ডু, বুলটি চক্রবর্তী, বনমালী ঘোষ সহ এলাকার মানুষজন। উল্লেখ্য, এই পূজা এক নম্বর ওয়ার্ডের বর্তমান পুরকাউন্সিলর বনমালী ঘোষের পারিবারিক পুজো হলেও এখন তা সর্বজনীন রূপ পেয়েছে। এবারও পশ্চিমবঙ্গ সরকারের পুজো অনুদান পাওয়া গেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিমা নির্মাণ করেছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। একচালি মূর্তিতে মায়ের অপরূপ শোভা। ২০০৮ সাল থেকে নবনির্মিত মন্দিরে দুর্গাপূজার সূচনা হয়েছে বলে উদ্যোক্তা বনমালী ঘোষ জানিয়েছেন। এদিন এই শারদোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ডঃ রবিন ঘোষ।
