
শম্ভুনাথ সেনঃ
পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ও মোটরসাইকেল ফিরে পেল মালিকরা। বীরভূমের মুরারই থানার পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ২৭ টি মোবাইল ফোন ও ১৫ টি মোটরসাইকেল উদ্ধার করে আজ ৬ অক্টোবর মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ও মোটরসাইকেল পেয়ে খুশি ব্যক্ত করেন আসল মালিকরা। আজ মুরারই থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আসল মালিকদের হাতে তাদের প্রাপ্য জিনিস ফিরিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপি ও রামপুরহাট পুলিশ ইন্সপেক্টর আফরোজ হোসেন ও মুরারই থানার ওসি সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম