
সেখ রিয়াজুদ্দিনঃ
কলকাতার আর জি করের ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল। সেই ঘটনার জের মিটতে না মিটতেই আবার প্রকাশ্যে শিশু হত্যার ঘটনা সামনে আসতেই আবার উত্তপ্ত রাজনীতি। সম্প্রতি দক্ষিন চব্বিশ পরগনা জেলার কুলতলিতে চতুর্থ শ্রেনীর একটি শিশুকন্যার উপর মর্মান্তিক ঘটনা ঘটে। যেখানে শারীরিক অত্যাচারের পর খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপির পক্ষ থেকে খয়রাশোল ও দুবরাজপুর শহরের মধ্যে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা সংগঠিত করে বিধায়ক অনুপ কুমার সাহার নেতৃত্বে। বিভিন্ন ধরনের শ্লোগান ও প্রতিবাদ সম্বলিত পোষ্টার হাতে পৃথক পৃথক ভাবে দুবরাজপুর শহর ও খয়রাসোল বাজার এলাকায় পদযাত্রা বের হয়। রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। নেতৃত্বে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা পাল, দুবরাজপুর বিধানসভা এলাকার দলীয় কনভেনার সুখময় গড়াঁই,খয়রাশোল ব্লক কনভেনার রাজু দাস এবং কো কনভনার অনুপম বাগ,দুবরাজপুর ব্লক কনভেনার বিভাস দত্ত সহ সমস্ত মন্ডল সভাপতি এবং বিজেপির একাধিক কার্যকর্তা ও কর্মীবৃন্দ।